বাক্‌ ১৫০ ।। সায়ন্তনী হোড়

 


শরীরসংহার ও মনহত্যা



শুকনো উপত্যকার গায়ে জড়িয়ে গেছে
প্রাচীন বৃষ্টিপাতের উপকথা
দেওয়ালের ইঁটে জমা হতে হতে
  দিনযাপনের
বাষ্পকণা
  ভস্মীভূত হয়ে যায়


দূরত্বের পাশে একটা অপেক্ষা আঁকা
প্রতি ঘন্টার সাথে তা চলমান হয়ে ওঠে
শরীর জুড়ে আলো নিভে যাওয়ার রেশ
খোঁপার কাঁটা ক্রমশ হৃদয়ের খুব কাছে
ঠিক তখনই একটা দমকা স্রোতে ডুবে যাচ্ছে দৃশ্য


বিকেলে জলপ্রপাত বেড়ে গেলে
  বিছানায় লেগে থাকা বসন্তের স্তনফাটার  দাগ ক্রমশ প্রকট হয়
গুপ্তবিধির বিপরীতে ঝড়ে পড়ে ঋতুমতী মাটির
রঙবাহার গাছের পাতা


যানযট ঘিরে রেখেছে রাস্তাকে
খুলে যাওয়া মনের কোণে

হত্যা
      পাঁজড়ের সহজপাঠ 


আলো ধুঁকছে দক্ষিণের জানালায়
         


শিরদাঁড়ায় সুখ ভেজানোর গল্পে
নরমে সূচ ফোটানোর ক্ষত গাঢ় হয়ে ওঠে

 


No comments:

Post a Comment