নদীর উপমা হিসেবে
সে এক ডাকাতিয়া নদী।
রংহীন রাষ্ট্রহীন মুদ্রায় নটরাজ
উন্মত্ত স্রোত।
পুরুষের লিঙ্গের শিকলে বাঁধা জাহাজ নির্বিঘ্নে সমুদ্রে চলে যায়।
এপার
ওপার
পারাপারে যত নাগরিক সভ্যতা
সবই কি বিজ্ঞানের কোনো গ্রাম থেকে আষাঢ়মাসকে খসিয়ে অসম্ভব ভুলবৃষ্টি!
ডাকাতিয়া পললভূমিতে
নারীর জননতন্ত্রের আশেপাশে
কতো কাজল পড়া মেঘ
অন্ধত্বকে লালন করে।
আবার
কেউ কেউ
বাংলার রাজপথে
নারীর বয়ানে বোনা জীবন্ত পোর্টেট।
আমাদের ভূগোলের পাতায় ঝমঝম ঝিকঝিক রেলের গাড়ি
বালিকাকে একলা বৃষ্টিতে ভেজাচ্ছে।
No comments:
Post a Comment