বাক্‌ ১৫০ ।। দেবজ্যোতি দাশগুপ্ত

 

ডুবুরি

 

 

সাগর থেকে মুক্তো আনতে গিয়ে তার নীচে সংসার পাতে না কেউ

 

জল দেখলেই তাকে দ্যায় না সমুদ্রের আখ্যা

 

সেও সবার মতো উপর থেকে দ্যাখে 

মাটির কাছে বানায় ঘর

ঘুমের কাছে সঁপে দ্যায় যাবতীয় অভিজ্ঞতা

 

অথচ তার মতো গভীরে দেখতে সবাই পারে না

 

আর এই গোপনীয়তার একক নিয়ে, 

অহংকার আর উদাসীনতার মাঝে জেগে থাকে এক পৃষ্ঠতল

 


4 comments: