বাক্‌ ১৫০ ।। পূর্ণেন্দু মিশ্র

 

দুঃখ বোতাম            

 

রোজ একেকটা দুঃখ বোতাম খুলতে খুলতে -

হুড়মুড় করে ঝরে পড়ছে যুদ্ধ-শরীর । 

ঝরে পড়ছে ভেজা উড়োজাহাজের রুট, 

বোবা স্টেশনের ঠোঁট, শ্যাওলা কার্ণিশ  

রোজ একেকটা দুঃখবোতাম খুলতে খুলতে - 

দেখি নিয়মভাঙ্গা ডানা বেরিয়ে এসেছে,

তখন আলগা উড়ি হাওয়ার শরীরে, 

মেঘেদের অফিসে লেখা পোস্ট করি ।

খুঁটে দেখি ডালিম ফুলের বিকেল,

কীভাবে নিয়ন আলোয় স্নান করে রাত্রি কুকুর ।  

রোজ একেকটা দুঃখবোতাম খুলতে খুলতে - 

ছিঁড়ে ফেলি সময়রাষ্ট্রপুঞ্জ,

ছিঁড়ে ফেলি কত না হওয়া দিনের কবিতা ।

 


No comments:

Post a Comment