বাক্‌ ১৫০ ।। নীপবীথি ভৌমিক


 

কুয়াশা ও শীতকাল 

 

শীত এলেই আমরা অনির্দিষ্ট সময়ের দিকে ঠিকানা লিখি

 কুয়াশা হাত ধরে টানে রোদে লিখে রাখা শহরের তাপে ,

    উষ্ণতা ছড়িয়ে পড়ে, জীবন থেকে খুলে রাখা 

      যতসব ধূসর শার্টের গায়ে

 

      একটা পাখি তখন খুব আসে এ শহরে

  ঘুম ভেঙে যায় আমার, তার হাতে হাত রেখে

     বেরিয়ে পড়ি আমি অর্কিড আর রাতজাগা সুরের টানে

 

   শীত আসলে সবকিছুই অর্থহীন মনে হয়;

     পৃথিবীটা কত ছোট হয়ে যায়,

         একমাত্র জীবন বড় হয়, বেড়েই চলে ক্রমশ...

No comments:

Post a Comment