বাক্‌ ১৫০ ।। অরিন্দম মুখোপাধ্যায়

 


মন্থন 

 

 

সমস্ত স্তব্ধতা পেরিয়ে তোমার কাছে পৌঁছাই। পথ মানে বয়সের সমষ্টি। উচ্চতা জুড়ে জুড়ে তৈরি হয়েছে শ্মশান। তুমি তাকে নাম দাও অভিসার। যে ছেলেটি মায়ের চিতার সৎকারে মগ্নতা স্বীকার করেছে, তার পায়ের কাছে চুপটি করে বসো। শান্ত হও। একে একে জানতে চাও একান্নবর্তী সংসারের বংশতালিকা 

 

 

 

সূর্যাস্ত দর্শনই একটি দিনের সার্থকতা। এ বিশ্বাস নিয়েই অরণ্যের শরীরে পা রেখেছি। তার চোখে ধুলোর চশমা। গোধূলির চাদর জড়িয়ে জ্যোৎস্নার অপেক্ষা করছে অপরিচিত ঘাসজঙ্গল। আমি তার একমাত্র সঙ্গী। নিজেকে বিক্রি করে নিয়ে এসেছি সেই ঔষধি, যা পান করলে ব্যর্থ প্রেমিকদের আর পাগল বলে না কেউ!

 


No comments:

Post a Comment