বাক্‌ ১৫০ ।। জেম সাহা

মহীনস্তোত্র

 

 

১.

প্রকৃতির কোনো প্রাদেশিক ব্যবহার নেই 

সূর্যের কাছাকাছি জড়িয়ে রয়েছে কিছু লতা 

গলায় মদ ঢালার মত করে চাঁদ 

ঘোড়াদের চলার পথ ছেড়ে দূরে, সমুদ্রে 

শবের ন্যায় পেঁচিয়ে রয়েছে খুর চালানোর দাগ 

 

 

২.

চুল সততই অবচেতনের রূপ 

এটা বললেই চিরুনি দৈর্ঘ্যে বড়ো হতে চায় 

যেন চকচকে কালো নদী কোনো 

সভ্য সমাজের প্রতিনিধিত্ব করছে 

কোমরের নিচে সব দাগ পেন্সিলে এঁকে

 

 

৩.

পাহাড়ের নাকি রয়েছে অহঙ্কার 

বনের এই পথে দেখি শুধু বনবেড়াল ঘুরে বেড়ায় 

শালিখ ধরে খায়; বাঘ দেখি না 

 

আমাকে দূরে হেঁটে যেতে হবে শুনে 

কুঠুরির মত চোখ নিভিয়ে দিচ্ছে পা

 

 

 

৪.

তিন দিক খোলা জানালায় রয়েছে কাম 

তাকে সবুজ বিপ্লবের অংশ করে দেয়নি যে 

সে আমার বন্ধু বনবিহারী

মাটি খুঁড়ে দেখি কোথায় মুদ্রা কোথায় হাঁড়ি 

শুয়ে রয়েছে আপাদমস্তক অপরাধী 

বুটজুতো আর থ্যাঁতলানো আম

 

 

2 comments:

  1. সত্যিই ভালো লাগা কবিতা।

    ReplyDelete
  2. প্রকৃতির কোনো প্রাদেশিক ব্যবহার নেই...এইরকম সব শব্দগুচ্ছ নিয়ে আরও অনেক দূরে হেঁটে যাই এই কবিতার সঙ্গে...

    ReplyDelete