বাক্‌ ১৫০ ।। নবনীতা সরকার

 


বাসিমুখ

 

এভাবে ঘুমিয়ে পড়ে লতানো আকাশ

মেধার পানিফল চুষে,তারাদের বিদেশি জল

 দিনশেষে ভুসভুসে বালি। শামুকের কৃতকর্মের খোল।

 

এভাবেই যাওয়া আসা হয় তীব্র শীতকালের

বাসিমুখে আদরের ঘাম চোষে ধার্মিক ঠোঁট,

 

সময়কে সময়ের উপর বসিয়ে অস্বাভাবিক চোদে,

 

ল্যাপ্টানো গন্ধওয়ালা চাড্ডির ভেতর মাথা গুঁজে পড়ে থাকে কবিত্ব থেকে পাণ্ডিত্যের 

গরম সোহাগ।।

 

 

সমীকরণ 

 

একটা দীর্ঘ কবিতার পর রাত্রিযাপন

তোমার ঠোঁটে ঠোঁট রেখে লাল করে তুলছি চরাচর।

সজোরে জিভ শানিয়ে কালশিটে ফেলছি

পায়ে।

একটা দীর্ঘ সঙ্গমের পর আবার কবিতার রাত।

শরীরে শরীর মিশে গেলে ঠিক

খাঁটি একটা শব্দ তৈরী হয় যেভাবে।

 


3 comments:

  1. দুটো কবিতাই ভালো লাগল।

    ReplyDelete
  2. সংবেদনশীল

    ReplyDelete
  3. ভানহীন সাহসী উচ্চারণ... অনেক সম্ভাবনা ছড়িয়ে দেয়...

    ReplyDelete