বাক্‌ ১৫০ ।। বিক্রম ঘোষ

চাকা
(দিঁজা ফর্মের একটি কবিতা)


পাখির নীড়ের মতো চোখে

পেয়েছিল শেষ ঘুম কারা
দ্বাদশী জোৎস্না গায়ে মেখে
নিঝুম বসে আছে কি? তারা
অপেক্ষায়, তবু নেই সাড়া
মৃদু কথা এবং বিস্ময়
ছুঁয়ে তাদের শরীরময়
চারিদিক সুদর্শন তিথি
তাতে নিভন্ত অগ্নি বলয়
পায়ে হেঁটে পার করে নদী

 

 

No comments:

Post a Comment