শত্রুতা
কোথাও বাধ্যতামূলক কোন
শত্রুতা নেই,
ভিক্ষার পরমান্ন স্নাত
পাকস্থলী থেকে
রঙ করা যকৃৎ - কোথাও কোনো
বিষ পাওয়া যাচ্ছে না,
একটি টুকটুকে রক্তমাংসের বালিয়াড়ি, প্রশ্নমালার মতো অজস্র মেধা, ঘিলু,আর একরত্তি
ঘটনাকে বিজ্ঞাপনের আঠায় সেঁটে রেখেছে ক্ষুদ্রান্ত্র পর্যন্ত...
গলা অবধি দাসত্ব করা লোকটাও
জানে,
তাকে কাল ভোর ভোর উঠে
লাইনে দাঁড়াতে হবে,
তবুও ভোর হলে মনমরা একটা আধপাঁইট ঘুম তার জিভের ডগায় তীব্র ক্লিটোরিসের ছায়া
ফেলে রাখে,
বেলা বাড়ে। নরমুণ্ডের মালা থেকে
একে একে ভিড় করে দেহ,
কারো মাথা নেই- নেই কোনো শত্রুতা,
অথচ তুমি বলেছিলে,
যেমন ইচ্ছে তেমনি করে গিলে ফেলো
আমায়....
খুব স্পস্ট উচ্চারণ। ভালো লাগলো।
ReplyDelete