বাক্‌ ১৫০ ।। অভি সমাদ্দার

 


কোথাও

 

১.

 

কোথাও যেতে চাই না আর

এখানে 

এই ছোট্ট আলোতে বসে থাকব।

নিজের ছায়ার কাছে 

ঘুরঘুর করব সারাদিন 

মার্জার মন্ত্রে গুনগুনিয়ে যাবো

কিছু থাবা নীচু শব্দ 

দেবতাদের চলাফেরা অন্ধকারে-

একথা শুনে আসছি শিশুকাল থেকে

আলোয় শুধু মানুষই দাঁড়াতে পারে 

এই প্রবাদও, শুনে আসছি 

দেখিনি আজও 

নিজেকে তাই এক আলোয় দেখে যেতে চাই

হোক না ছোট্ট, আয়ত, 

দু'চোখের ওই মায়ায় দেখে যেতে চাই

কে মনে রাখবে আমাকে ! 

নিজের আলোর কাছে 

ছায়াটি জ্বালিয়ে বসে থাকব আজ। 

 

২.

 

কোথাও টুপ শব্দে কেউ একজন 

রাত্রির ছিপি খুলে বিষাদ ঢেলে নিল

কে সে?  চেনো কি তাকে চিনচিনে অনুভবে ? 

একটা ঋণ্ময় জীবন সে 

ঢেলে নিল 

তোমার মুখোমুখি 

এখন সে স্থির, অপলক

কোথাও এক গজল খুলে

চাঁদ উঠে এল শিয়রে 

উঠে এল যতো শিশিরভেজা

স্মৃতির পদছাপ ! 

এক অনন্ত পথের রেখা

এক জ্বলন্ত ভেতর-মানুষ

বোবাধ্বনি নিয়ে 

 সে পথে হেঁটে যাচ্ছে 

তোমার মুখোমুখি

আর কোথাও জীবন থেকে 

শূন্যময় কবিতা গড়াল

 

৩.

 

কোথাও কে যেন নেমে আসে

বিম্ব -পুরাণে

অশ্রু, আলো, নাকি সে অল্প জলের

কোনো ব্যথা 

ঘন হয়ে দোল খাছে সময় আড়ালে

মুখশ্রী দেখে কেউ তার হদিশ পেল না 

নক্সা নতুনেও 

শেষ পর্যন্ত কোনো পথের ইশারা 

পেল না কেউ 

তবুও নদী ছুটে যাচ্ছে তৃষ্ণার্তের কাছে 

সমুদ্র পর্যটনে ফিরে আসছে মানুষ

নীল এক গ্রহ থেকে-থেকে

ডান হাত থেকে বাঁ হাতে 

বাঁ হাত থেকে ডান হাতে 

লুফে নিচ্ছে আলো-বল

শিশুরা ঝিলমিল করে উঠছে চক্রাকারে 

 

৪.

 

কোথাও রয়ে গেছে আমাদের পর্ণ-পরিহাসগুলি! 

জীবনে, সত্যে 

যেটুকু আলোর খেলা 

বিপরীত আকরগুলি কে আর খুঁজে নেয়, বলো ! 

এখানে শুধু রীতের জয়ধ্বনি 

মূর্তের মেরু ছুঁয়ে 

এখানে শুধু সম্মুখ হাসি

ঝরে পড়ে 

দূর দরিয়ায় বসে তুমি জানাওঃ ভালো আছি

নিকট ঘূর্ণনে বসে আমিও জানাইঃ ভালো আছি

আর পর্ণ পাতার স্তুপ মাড়িয়ে 

একজন অলক্ষ্য চলে যায় দূরে

 

সংঘং শরণম্ গচ্ছামি ! 

 

৫.

 

কোথাও এক অচিনতা থাকে

থাকে তার ফুল্ল কুসুমিত পথের বেদনা 

তবুও পর্বে পর্বে আমি তার দুয়ারে দাঁড়াই

বৃত্তসমূহের ভেতর থাকে তোমার চলাচল-

পাখি কল্পে তুমি যেটুকু খুঁটে নাও 

সেটুকু  রা কাড়া অন্তরে

তুমি তার সাড়া জমিয়ে 

ভেসে ওঠো 

পর্ব মধ্য পরিতাপে

ছটপটের মধ্যে ছটপটের শিশুটি হয়ে

তুমি তবু খুঁজে যাও

আলো,হাসি চাঁদের উল্টো পিঠের-উঠোনে

একেশ্বর উনুনে বোনা 

ক্ষুধার তাড়না!

 


6 comments:

  1. Replies
    1. ধন্যবাদ। পাঠে এলেন। শুভেচ্ছা জানবেন।

      Delete
  2. সুবর্ণকান্তি উত্থাসনী23 November 2021 at 21:51

    খুব সুন্দর।

    ReplyDelete
  3. মায়াময়। অনবদ্য!

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ পাঠে আসার জন্য। শুভেচ্ছা জানবেন।

      Delete