বাক্‌ ১৫০ ।। অমিত চক্রবর্তী

ছায়াপথের বুকে ব্ল্যাক হোলটা

 

ভুলে যাওয়ার একটা অনুষ্টুপ ছন্দ আছে, একটা আদিরূপ,

একটা ঠান্ডা জোয়ার এসে, যেন সমুদ্র নয়, কোন বড় লেকের

পাতলা ঢেউ বা লহরী, আস্তে মুছে দেয় স্লেট, দুপিঠেই

জললেত্তি ভিজিয়ে। আমি এখানে বেড়াতে আসি

পাথর হাতে, ব্যাগভর্তি বড় ছোট, মাঝারি পাথর,

ধারালো দু’দিকেই, অসর্তকে নাভি কেটে যায়

থেঁতো হয়ে যায় পরান্মুখ হৃদয় –

তাই ভুলে যাওয়া একটা সম্পদ, মুকুটে পরার একটা

উজ্জ্বল পালক এই বিস্মরণ।

 

এ এক আশ্চর্য রণকৌশল, আলোর খেলা এক,

অনন্ত বিদায় এতে উবে যায়, স্মৃতি থেকে মুছে যায়

রুক্ষ গ্রন্থি

আলো এসে পুনরায় স্বচ্ছসলিল, অমলিন

যেন ছায়াপথের বুকে ব্ল্যাক হোলটা আর

আসলেই নেই

 

 

2 comments:

  1. জললেত্তি। বেশ নতুন শব্দটা।

    ReplyDelete
  2. ক্লাস ওয়ানের বাঙলা স্কুলে শেখা। আপনার ভাল লাগাতে খুব খুশি।

    ReplyDelete