বাক্‌ ১৫০ ।। হিমাদ্রী চৌধুরী

 


স্লেজিং

 

ছুটি দিলে উড়ে যায় স্লথ

ঘুমিয়ে কাটিয়ে কী ভীষণ সে উড়ালদৌড়

দিন তো কেটে যায় পশমচেরা ঘাম গুনে

আগুন হাসে না কেবলই পুড়িয়ে যায়

 

প্রতীক্ষা এক লক্ষ্মণরেখার বাইরের সাপলুডু ছক

মুণ্ডপাত হতে পারে যেকোন ক্ষণে 

 

দু'পাশের চৌম্বক মুখোমুখি শত্রুশিবির

মুখ না দেখিয়ে ফলায় রম অধিকার 

 

ছুটি শেষে যে ফেরার ফেরে

বাকিরা কাটায় ফলস স্লেজিংয়ে।

 

 

 

আয়নাযাদু

 

রুহের কব্জায় শয়তান। 

 

যদিও ঝুঁকি ছিলো — তাকে 

শিকলে বাঁধার বেলা

 

গনিত কষে দেখা গেলো কয়েকটি 

রাত আর দিনের মাঝে দাঁড়িয়ে সেই

বিড়াল — কে পড়াবে ঘন্টা তার গলায়?

 

মতিভ্রম হয়ে যায় 

ভ্রমও সুন্দর কখনো 

 

রুহ'র বিপরীতে ক্বালব

আয়নায় যাদু মেখে হয়ে গেলে

শেকল শয়তানের গলায়। 

 

 

প্রেজুডিস

 

কে জানে?

কেউ জানে না

কেউ জানে না

কেউ জানে।

 

সাঁতারে জল কে ভাবো বালু

অঁসাতারুর কাছে জলও মরু

তৃষ্ণায় জল চাই

জলেও জল নাই

 

যে সাঁতারু সেও ভুলবে জলের শরীর

একদিন 

 

ভয়ের প্রেজুডিস ভাঙতে 

মনে রেখো — মন ভুলে যায় মন ভুলে


No comments:

Post a Comment