বাক্‌ ১৫০ ।। অনিমেষ প্রাচ্য

 

ত্রাভিয়াতা

 

জীর্ণ আঁধার শেষে... ত্রাভিয়াতা, আরও নির্জন হও আমাকে নিয়ে। এই হৃদয় গ্রহণের প্রত্যাখ্যান মৃত্যুর

মতো জাগরিক হয়ে, সমস্তই লীন করে দিলো।

পৃথিবীর প্রতিটি পথেই শোক-পরিতাপ; কেউই নিজস্ব

আকাঙ্ক্ষায় পরিশ্রান্ত অথবা উপবিষ্ট প্রকৃতির বিভূতি

বলে না।

 

তুচ্ছ কোনো লোকময় এখানে বিরাজিত হয়। কিন্তু কখনও তারা ঝরাজলের বেদনায় অনুভবী নয়।

তবে অক্ষম প্রক্রিয়ায় নিজস্ব রাধালিপি রচে। — কী

নিয়ে বাঁচা যায়, শারীরিক মেঘ অবধারে?

 

এও ঈশ্বর প্রেরিত কোনো ক্ষমাহীন উন্মীলিত লিপি।

কাব্য-সহাবস্থা দিয়ে যদি শোককে নিঃশেষ করা যেত

যেন এছাড়া আর কোনো আক্ষেপ হতো না কখনও।


No comments:

Post a Comment