বাক্‌ ১৫০ ।। রাজর্ষি দে

আপেল ও রোগচিহ্ন বিনিময়

 

ইংরেজি প্রবাদ আছে

আপেল খেলে আরোগ্যের প্রয়োজন থাকে না 

যেহেতু আমাদের আরোগ্য এমনিতেও সম্ভব নেই

এসো নিশ্চিন্ত হয়ে এই রক্তিম ফল ভক্ষণ করি

আমাদের শুশ্রূষা খর-দাঁতের ধাতব চিৎকারে 

বসে যাক সিক্ত নমনীয়তায়

 

নৌকা ঢেউয়ের মাথায় চড়লে

জ্ঞানচক্ষু খুলে যায়

শীৎকার বয়ে যায় কালো জলে

বয়ে যায় আপেলের বিচি

- এইভাবে বন্দরে বন্দরে নিষিদ্ধ বিদ্যে

নাবিকের ঘর চিনে নেয়

 

আপাতত এসো এই লাল ফল ছাড়িয়ে নিই

চামড়া থেকে ছাড়িয়ে নিই নুন

আমাদের আরোগ্য সম্ভব না

এসো পরস্পর রোগচিহ্ন বিনিময় করি

 

 

জন্ম

 

প্রয়াসের ছাদ ঘেঁষে রেখা উড়ে যায়

নির্মাণে ব্যয় হয় প্রসব বেদনা

তা বলে শিশুর গায়ে বীর্যের গন্ধ থাকে না

 

গা থেকে গোঙানি মুছো না নওল পঙক্তি 

নাড়ি কাটা হয়ে গেলে তার চিহ্ন থেকে যায়

এরপর

মাই দাও বাংলা ভাষা

'স্তন' বলে শুদ্ধ হতে শেখেনি কবিতা

 

 

 

No comments:

Post a Comment