বাক্‌ ১৫০ ।। বিপ্লব গঙ্গোপাধ্যায়

বিভ্রান্ত ঘোষণা  

 

প্রতিধ্বনি লুকিয়ে রেখে একা একা 

 চৌকাঠে ঢেউ তুলছে নিরস্ত্র শব্দেরা

এখন  সুদূর স্রোতে   নির্বিচারে   ভেসে আছে    কয়েকটি বিভ্রান্ত ঘোষণা...

 

তালা খুলে ঢুকে পড়বে অক্ষরের হাওয়া

এ দরিদ্র পথ জুড়ে তেমন দেওয়াললিপি নেই, 

রোঁয়া ওঠা নদীটির গায়ে

আত্মীয়স্বজনহীন মৃত ইতিহাস। 

এক দৃশ্য ছিঁড়ে খুঁড়ে অন্য এক দৃশ্যের পাহারা

 

ঝাপসা চোখে কেবল বৃষ্টির ফোঁটা তুলে রাখছে মেঘ। 

 

 

No comments:

Post a Comment