বাক্‌ ১৫০ ।। মানসী কবিরাজ

 


বানপ্রস্থ

 

প্রকৃত লবণ বলতে কী বোঝায়

আজও জানতে পারিনি,

শুধু নিয়ত রসুইয়ের পাঠ নিতে নিতে

জেনেছি

লবণ আসলে , সেই সীমারেখা

পরিমিত  আধারেই

যাকে,

সাবধানে

রেখে দিতে হয়।

একটু উনিশ কিংবা বিশে

সমস্ত সমারোহ, কুলুজি ঠিকুজি

এমনকি

রাজযোটক হওয়ার যত পূর্বাভাস

সবটাই নীল হতে পারে,অবিমৃষ্যকারি

লবণের  দোষে!

কম হলে, আলুনি উঠোন পেরিয়ে

বিবাহ ভেসে যায়

পড়শির খর লোনা স্রোতে;

 

নিরামিষ উনুনের ছাই

সৈন্ধব লবণে খোঁজে

সব আশনাই।

 


3 comments: