বাক্‌ ১৫০ ।। সুতনু হালদার

সম্মুখীন

 

হেমন্তের রোদ্দুর ঘিরে থাকে এক মেঘলা শৈশব

 

বহুদূর থেকে ভেসে আসে গান,

শরনার্থীর মতো কয়েকটা জেব্রাক্রসিং

শহরের উপকণ্ঠ জুড়ে এলিজি লেখে

 

ট্রল হওয়া অঘোষিত আঘাত

সমুদ্রের নাভিদেশে বলিরেখা খোঁজে 

 

গ্যাংরিংয়ে ক্লান্ত এই শহর

লুকোচুরি করা ঘাসের আড়ালে

নিজের কঙ্কালসার ভাস্কর্যের পুতুল নাচে উন্মুখ

 

এবার একটা বোঝাপড়া হয়ে যাক…

 

 

No comments:

Post a Comment