বাক্‌ ১৫০ ।। বিদিশা সরকার


 

অভিভূত 

             

         

দুর্দান্ত রাত্রি'র পরে মনমরা সকাল পর্দা সরিয়ে দিচ্ছে কারণ অভিভূত চোরাকুঠুরিতে। কিছু অতীত রোদ্দুরের কথারা ডাইরির পাতায় পাতায় লেখা রয়েছে কিন্তু ডাইরিটা গায়েব। ব্যক্তিগত কথাগুলো যে অপরাধবোধে ভোগে তারজন্য বরাদ্দ কোনও সময় নেই জেনেই অভিভূতকে শর্ট নোট দিই -- গড্ডালিকা প্রবাহের। ভুল বানানগুলো চর্চার অভাব জেনেও দুপুরে গড়িয়ে নিই ঘুম দৈবাৎ । অনুশাসন বনাম অনবধানের এই নগরজীবন বিজ্ঞাপনের আড়ালে রঙচটা দেয়াল । 

 

দেয়ালের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি প্রতিটা পেরেকের যন্ত্রণা থেকে কোনও কথা উঠে আসতে পারে না। এখন ঝোলানো ক্যালেন্ডারের পাতা খুব কম মানুষই বদলায়। ছুটির সকালে ব্যাবসার রমরমা। এক টুকরো তরমুজ ,সমস্তটাকে জেনুইন প্রমান করতে খদ্দেরের আঙুলের পরখে। আসলে সমস্ত ফল ও ফসল দরদামজনিত আশঙ্কায় রোপণ-বপনের জন্য দায়ী করে এসেছে কমপোস্ট সার'কে। আবাদের গল্প কানে এলে রাতে হ্যারিকেন নিয়ে সেই গাছগুলোর গোঁড়ায় জল দিয়ে আসি। 

 

অভিভূত পাতকুয়ো থেকে বালতি বালতি অন্ধকার তুলে নিয়ে আসে।

 

 

অথচ মেঘদূত

 

এ যাপন নিপাতনে সিদ্ধ মনে করে

ভেবেছি তুমুল কিছু ঘটে যাক 

ঘটমান বর্তমান 

ধ্রুপদী তালিম 

 

টকটকে সাদা ওই সিঁথির মহিমা নিয়ে 

মিথ্যের কাহন 

সব মিথ্যে সব ছোঁয়া ছোঁয়াচে অসুখ 

শুষে নেবো দাক্ষিনাত্য 

প্রলয়ের আগে যেভাবে সতর্কবার্তা 

সুরক্ষা কন্ডোম 

 

নাম গোত্র লোকাচার সুশীল সমাজ 

এভাবে চেতনা শেখো 

এভাবে কোলাজ 

ছেঁড়া পাতা জুড়ে জুড়ে ঠোঙা হয়ে পৌঁছে দাও

তার ঠিকানায় 

 

মেঘ নেই অথচ মেঘদূত 

 

2 comments:

  1. চেতনার এক বিক্ষিপ্ত উপলব্ধি থেকে আমাদের যাবতীয় বোধের রোদ ঘুরে যাচ্ছে। প্রেমহীন দরগার কাছে দাঁড়িয়ে আছি আর দেখছি :"মেঘ নেই অথচ মেঘদূত"।

    ReplyDelete
  2. মেঘ নেই অথচ মেঘদূত। কী নির্মাণ।

    ReplyDelete