বাক্‌ ১৫০ ।। সন্দীপন দাস


 

হেলফায়ার

       

 

"Abandon hope all ye who enter here"

 

সমুদ্রের ডেকে দাঁড়িয়ে তুমি ভাবছো তোমার কোনো সম্ভ্রম নেই

নেই কোনো আবেগমথিত গোপন... 

শুধু ক্লান্ত সুর থেকে ঝরে পড়ে সীগালেরা

তোমার আবেশী শরীর ছুঁয়ে মিলিয়ে যায় কোনো এক স্লিপিং আইল্যান্ডে... 

যেখানে অপেক্ষা করে থাকে মোঘল সম্রাট আওরঙ্গজেব, এলাচের গন্ধমাখা গোধূলি, অসমাপ্ত পানপাত্র কিংবা পুড়ে যাওয়া কলোজিয়াম! 

তোমার মনকেমন হয়.... 

রোদেলা ডেকে দাঁড়িয়েই তুমি আনমনে আওড়ে ওঠো-'চিত্ত যেথা ভয়শূন্য...!'

তবু তোমার কেমন শীত শীত করে, চশমার কাঁচে জমতে থাকে ধরা পড়ে যাবার বিন্দু বিন্দু ভয়... 

 

ওদিকে সন্ধে নামে! 

আরক্তিম ডেক সেজে ওঠে বাহারী আলোয়

শুরু হয়ে যায় মৃত সভ্যতার সব শবেদের পাশবিক আনন্দোৎসব.... 

তুমি তলিয়ে যেতে থাকো

ক্রমে তলিয়ে যেতে থাকো সমুদ্রের অতলে

তলিয়ে যেতে যেতে দ্যাখো সমুদ্রের ডেকে দাঁড়িয়ে এক ক্যাপ্টেন ভাবছেন, তাঁর কোনো আকাশ নেই, নেই কোনো বশীভূত মায়াবী আয়না... 

নেই কোনো বিষাদ বন্দরও! 

 

No comments:

Post a Comment