বাক্‌ ১৫০ ।। বাসব মণ্ডল

 

হাঁটতে-হাঁটতে

 

এক

 

মিছিলের শেষ ব্যক্তিটা আমি। স্রোতের তোড়ে গড়াতে গড়াতে আমি অনুধাবন করি ঘৃনার তীক্ষ্ণতা। ক্যাম্বিস বলের মত,মাটিতে নিক্ষেপিত হলে সমজোরে লাফিয়ে ওঠার ক্ষমতা আছে আমার, সেটাও বুঝে নি হাঁটতে হাঁটতেই। মরুভূমির জাগতিক শুষ্কতা,আমার অন্তরের স্পৃহা হয়ে আঁকড়ে ধরতে চায় স্বপ্ন সফেন। আমার ছায়ায় আশ্রয় নেওয়া কুকুরটাও বুঝে নেয় স্থবির মেঘ ভেঙে বৃষ্টি নামবে, অচিরেই।

 

দুই

 

হাঁটতে হাঁটতে আমি দেখতে পাই,একটা পাগল, রাস্তার এক কোণে বসে লুডো‌ খেলছে নিজের ‌‌‌‌‌‌সঙ্গে। দুছক্কা পাঁচ ও তিন ছক্কার তফাত সে হয়তো বোঝে না। কিন্তু জীবন তাকে বুঝিয়ে দিয়েছে কী করে পিছন থেকে এসে তার জীবন রস শুষে নিতে পারে কোন এক অচেনা ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌গুটি। খবর নিয়ে জানলাম, ভালোবাসায় ফ্যাসিস্ট হয়ে,আজ বিপ্লবের পথ ভুলে গেছে‌ সে।

 


No comments:

Post a Comment