বাক্‌ ১৫০ ।। সুবীর রায়

 

একটা কালপুরুষ 

 

আর একটা কালপুরুষ আঁকতে গিয়ে হঠাৎ বুঝলাম সম্পূর্ণ বিষুবীয় অঞ্চল চিবিয়ে ফেলেছি

রক্তক্ষরণ তখনও বন্ধ হয়নি

 

চারিধার অন্ধকার সমেত একটা লাল বলের পিছন পিছন এ গোলার্ধ থেকে ও গোলার্ধ— পৃথিবীর যোনির উদ্দেশে রওনা দিয়ে এতখানি শব্দ অপচয় করেছি যে আমার এই মুহুর্তে কবিতা না লিখলেও চলে

 


No comments:

Post a Comment