বাক্‌ ১৫০ ।। মৌসুমী চৌধুরী


 

দ্যোতনা

 

ঘিলুর ধূসরে মাদলের দ্রিমি দ্রিমি

কোজাগর বিষন্নতা 

নষ্ট হয়ে যাচ্ছিলাম কি চুল থেকে নখ? 

 

হেমন্তের কচি দুপুর চলকে নামে রোদ গন্ধ

গাছেদের রান্নাঘরে হলুদ ক্লান্তি! 

কুসুমিত কবিতাগুলো একটু উষ্ণতার খোঁজে

তোমার চৌকাঠে ছুঁয়ে দাঁড়িয়ে থাকে 

স্বপ্ন জোছনা... 

 

আগুন ডিঙিয়ে ডিঙিয়ে পোড়া শব্দে

লিখতে পারি না রোদবতী কবিতা! 

ঘিলুর ভিতরে দ্যোতনা 

পাকদন্ডী বেয়ে লাশ কাঁধে হেঁটে চলেছি

পায়ে পায়ে, যুগান্তরে! 

 

No comments:

Post a Comment