বাক্‌ ১৫০ ।। প্রণব রুদ্র

 


বিনিময় প্রথা

 

শরতের বিচলিত কাশফুল এদিক সেদিকে মৃত প্রেম

তরল দাঁড়িয়ে থাকা চোখ ঢাকের ধ্বনিতে চেনা ছুটি

সীতাকে আগুন দাও রামের মাথায় পিতৃসত্যের ভ্রুকুটি!

 

জটিল রহস্য দিনযাপনের লিপি মহাজাগতিক গেম

শহুরে বৃষ্টিতে পল্লবিত বাঁধ খোলে শোষণের হাতক'টি

প্রতিটি মুখের ভিতরেই শত নির্দয় হা-মুখ, এতো পাল্টি!

 

লাল নীল সবুজের মেলা বিসর্জন বাঁশি হাতে শ্যাম

শস্যহীন বীজে অহংঙ্কার অনর্গল, কূপমন্ডুক পথটি

বিশ্ব বুঝে পকেটের মাপ ক্ষমতা প্রথায় বিনিময়ে লুটি!

 


No comments:

Post a Comment