বাক্‌ ১৫০ ।। অর্ঘ্যকমল পাত্র

আদিম রিপু

 

১.

এ হাওয়া গার্হস্থ্যপিয়াসী

 

এতদিন, তোমার মনে মনে জমেছে —

অভিমানী আদিম

 

এবং এ ধারালো চাবুক, অপেক্ষার নয়!

জুয়াপর্ব? সে তো শিশুদের খেলা...

 

যেভাবে ঢ্যামনা ঈশ্বর 

বালক শিশু হয়ে ওঠে—

 

লাটাই হাতে পেলে...

 

২.

চোখ তো অশীতিপর। 

তরল আয়না-ই  চেনে—

বেসিনের জলছাপ

 

সেসব বোধ এলে

সমস্ত  স্মৃতি ধ্যান হয়ে ওঠে

 

প্রেম, সরল হেয়ারব্যান্ড, 

অবাঞ্ছিত জড়ত্ব,  অথবা হয়তো কবিতা...

 

কিন্তু এ খেলা জেনো বিরোধীপক্ষের।

নিজেকে নিকিয়ে নেওয়ার...

 

 

 

 

অপভ্রংশ

 

যতদূর আমার হাত পৌঁছায়,ততদূর-ই

আমার ঈশ্বর। 

 

হ্যাঁ, ঠিকই।কেউই স্বীকার করিনি—

পদ্মফুল দিয়ে ঢেকে রাখা,মরশুমি ভিক্ষাবৃত্তি।

 

শুধু এই শহরে, ভাঙা শনি মন্দিরটুকু ছাড়া

কোথাও এতটুকু গোপন নেই।

 

ওখানেই জুড়ছে ট্রাফিক।

সিগনাল লাল রেখে, ক্রমশ আমাকে

বিপাক ফেলছে—

মোহময়ী মেহমান!

 

 

 

 

বাবা

 

 

লোকটা

কোনো কথা বলেনি

শুধু 

হাঁটলো

হাঁটতে 

       হাঁটতে

কাঁধে হাতছিপ 

নিয়ে

গান গাইল

স্বাধীনতার

 

 

 

 

মা

 

এই বিল্ডিং

চুপচাপ 

দাঁড়িয়ে আছে 

দাঁড়িয়ে থাকে

ভূ

   মি

       

           ম্প

               শেষে

তার

ঘুম পায়

 

দাঁড়িয়ে থাকার রাজনীতি 

ওই বিল্ডিংটার আয়ত্তে

 

 

 

 

 

 

একটা কবিতা

 

লিখে ফেলি

ফেলে রাখি

তারপর 

তার ওপর 

শ্যাওলা গজায়

স্যাঁতস্যাঁতে হতে

                  হতে

আস্তে আস্তে 

পরিসর

ভাঙে...ভাঙুক…

ভেঙেচুরে

মাটি হয়

একটা একটা করে

গাছ গজায়

শোনা যায় 

শনশন

ছমছম

রহস্য ঘনায়...

 

 

4 comments: