বাক্‌ ১৫০ ।। বর্ণালী কোলে


 

আত্মজীবনী 

 

 

(১)

 

এখনও দুর্বল।চলাফেরা করতে ভয়।আলোর অধিকার যে তোমারও..

এই সহজকে বিশ্বাস করতে ভয়।পাত্রে তোমার-ই টুকরো টুকরো

মাংস খণ্ড।সন্তর্পণে জুড়ে জুড়ে নিজেকে বুনেছ।

 

(২)

লেখার পাতায় শব্দরা উধাও

দীর্ঘ দীর্ঘ গিরিখাত 

কিছুই না,কিছুই ছিল না

কয়েকটি বুদবুদকে ধরার ব্যর্থ চেষ্টা 

 

(৩)

সাদা জ্যোৎস্নায় আমার শব

শান্ত পেঁচানো তার

 

 

ঔষধ 

 

ঘুমের ট্যাবলেট দ্রবীভূত হয়ে আসছে

রক্তে স্পন্দনের জোর কমে আসছে

স্নায়ু শিথিল

ঘুমিয়ে পড়বে একটু পর জ্বালাপোড়া 

ঘুমিয়ে পড়বে জল্লাদ বাসনা

ঘুমিয়ে পড়বে জানালা

নূপুর পরা পথ

 

1 comment:

  1. ভালো লাগল। অনুভবের নিজস্ব বুনন। ❤️

    ReplyDelete