বাক্‌ ১৫০ ।। গৌতম দে

চিৎকার      

 

ছেলেবেলার শখগুলো

ইটের মতো সাজানো গোছানো।

 

এখনও আছে।

 

হাতুড়ির আঘাতে আঘাতে

বাড়িটি ভেঙে পড়ছে

কান্না শুনছি না

কেবলই শুনছি ইটের চিৎকার

 

 

 

আতর

 

এবার শবযাত্রা হবে

ধূপ ধুনো আতর রজনীগন্ধা

সব রেডি

 

বেরিয়ে পড়ুন ঘর থেকে

                   পাড়া থেকে

                     মহল্লা থেকে

 

বাজারে যে ব্যক্তি গেছেন

তিনি এখনও ফেরেননি

অফিসে যে ব্যক্তি গেছেন

তিনিও ফেরেননি

 

ঘরের বউ

দুহাতে তাল তাল অন্ধকার

ঘুঁটের মতো ছুঁড়ে মারছে পলকা দেয়ালে

 

সবুর করুন

একটু পরে শবযাত্রা বেরুবে

বাতাস সেজেছে আতরগন্ধে

 

 

No comments:

Post a Comment