বাক্‌ ১৫০ ।। আশীষ মাহাত

 

ডাইনির মতো মায়া জালে বেঁধে রেখেছে যে নারী

 

তোমার সামনে দাঁড়ালেই মনে হয়, তুমি ভোরের শান্ত শীতল বাতাস

গাছগাছালির সবুজ পাতার মতো ভেসে বেড়ায় সারা শরীর

এমনই এক বাতাস মনে হয় তোমায়........

 

একটা সরু রাস্তা যেখানে হেঁটে গেছে -

সময় - অসময়, বৃদ্ধ - যৌবন

মন - খারাপ, কান্নায় - ভেজা রাত

সুখ -দুঃখ, মান - অভিমান

 

সেখানে আমি -

রাত্রিবেলা ছাতিম ফুলের গন্ধ পাই বা না পাই

 

হাতে চায়ের পেয়ালা তুলে, পাহাড়ের গায়ে চিত্কার করে

তাঁর প্রতিধ্বনি শুনতে চাই -

 

 

"আমি তোমার সাথে একলা হতে চাই"

 

 


No comments:

Post a Comment