বাক্‌ ১৫০ ।। নীলোৎপল গুপ্ত

 

আগের জন্মের গ্রাম 

   

 

    কায়ক্লেশে আসা গেল এতদূর

    সে-সৌভাগ্যও কিছু কম নয়।

    পথিমধ্যে পুষ্করিণী আর তার 

    ভাসমান ছায়া দেখে কতই না 

     আহ্লাদিত আমরা

    মৃদুমন্দ বাতাসে কেঁপেছি।

    এইসব পল্লীগ্রাম একদিন স্নেহময় ছিল

    আমরাও বালকের বেশে কত উৎপাত করেছি

    ভাঙা মন্দির-চাতালে আজও কিছু পুষ্পদাগ

    নিশ্চিত লেগে আছে

    ডালে-বসা চঞ্চল শালিকটিকে বলি ---

    তুমি কি আমারই জন্যে পুনর্জন্ম নিয়ে এলে? 

    সম্মতিসূচক পাখা নেড়ে সে পিছন-বাগানে

    চলে গেল

    ইত্যবসরে আমরাও কি জন্মেছি আবার ?! 

 

    এতকিছু সংশয়ের মধ্যে দেখি

    গ্রীষ্মের ছুটি পড়ে গেছে

    আম্রমুকুল ঘিরে মৌমাছিদের গুঞ্জন

    শুরু হয়ে গেল।

 


1 comment: